মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪

অমন কথা সবাই বলে!

ম্যানেজার তার নতুন সেক্রেটারিকে বলল, আমি এখন জরুরি মিটিংয়ে ব্যস্ত থাকব। কোনো ফোন এলে পরে করতে বলবে।
সেক্রেটারি :জরুরি কথা থাকলে?
ম্যানেজার :যে কথাই হোক, তুমি স্রেফ না বলে দেবে। বলবে অমন কথা সবাই বলে।
যা-ই হোক, আমি এখন কথা বলতে চাই না। হ্যাঁ, মনে থাকে যেন। বলবে অমন কথা সবাই বলে।
ম্যানেজার যেতেই সেক্রেটারি ফোন রিসিভ করতে লাগল এবং না করে দিল। কিন্তু ওপাশের নারীটি জরুরি, ভীষণ জরুরি কথা ইত্যাদি বলে। কিন্তু সেক্রেটারিকে গলাতে না পেরে বলেই ফেলল। আমি তার স্ত্রী বলছি।
সেক্রেটারী অধৈর্য কণ্ঠে বলল_ অমন কথা সবাই বলে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন