অফিস থেকে বাড়ি ফিরে স্বামী বলল,"শুরু করার আগে ভাতটা দাও, খেয়ে নিই "
স্ত্রী ভাত বেড়ে দিল।
ভাত খেয়ে স্বামী ড্রয়িংরুমের সোফায় বসতে বসতে আবার বলল, " শুরু করার আগে এক গ্লাস পানি দাও"
স্ত্রী পানি দিয়ে গেল।
পানি খেতে খেতে স্বামী বিছানায় গিয়ে শুয়ে পড়ার আগে বলল,"শুরু করার আগে এক কাপ চা দাও না আমাকে।"
এইবার স্ত্রী রেগে আগুন হয়ে গেল ," পেয়েছ কী তুমি আমাকে, আমি তোমার চাকর? অফিস থেকে ফিরে একটার পর একটা হুকুম করেই যাচ্ছ। নির্লজ্জ, অসভ্য, ছোটলোক, স্বার্থপর"
স্বামী কানে তুলো দিতে দিতে "অনুরোধ করে বললাম শুরু করার আগে এক কাপ চা দিতে, না, তা না দিয়েই শুরু করে দিলে।"
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন