মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪

বৌ আমার জন্যে অপেক্ষা করে

মোতাহার আর ফিরোজ দুই কলিগ। একদিন কাজের চাপে অফিস থেকে বের হতে অনেক দেরী হয়ে গেল। ফিরোজ চিন্তিত হয়ে বললো “সর্বনাশ আজ রাতে আমার না খেয়েই থাকতে হবে, বৌ নিশ্চয় এতক্ষনে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছে” মোতাহার বললো “আমার আবার ঐ চিন্তা নেই, আমার বৌ কিন্তু আমার জন্যে অপেক্ষা করবে। ফিরোজের খুব হিংসা হলো কথাটা শুনে। বললো, “কি বলিস এই রাত দশটা অবধি তোর জন্যে অপেক্ষা করবে? খুদা লাগবে না? না খেয়েই কি অপেক্ষা করে?”
মোতাহারঃ ক্ষিদা লাগলেই বা কি করবে? আমি গিয়ে রান্না করলে তারপরেই তো খেতে পারবে, তাইতো আমি যদি রাত বারোটায় ও বাসায় যায় আমার বৌ আমার জন্যে অপেক্ষা করে। 

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন