বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

অবশেষে ইচ্ছে পুরণ !

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
১ম বন্ধু : জানিষ আমার জীবনে একটা ইচ্ছে ও পুরণ হয় নি আজ পর্যন্ত।তোর কোনো ইচ্ছে পুরণ হয়েছে?
২য় বন্ধু : হ্যাঁ হয়েছে, ছোটবেলায় স্যারের হাতে চুলটানা খেতে খেতে ভাবতাম চুলগুলো না থাকলেই খুব ভালো হতো!তা এখন দেখ মাথায় একটাও চুল নেই।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন